যারা ঘরে বসেই আরবি রিডিং ও ভাষা শিখতে চান !

 

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ ١

উচ্চারণ: বিসমিল্লাহি() রাহমানি() রাহিমি
"পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে"

 

 


(ঘরে বসেই কুরআন শিক্ষার কোর্সে আপনাদের স্বাগত)

আমি আলামিন মিয়া

যারা ঘরে বসেই আরবি রিডিং ভাষা শিখতে চান ,

তাদের জন্য আমার এই আয়োজন,

ইনশাআল্লাহ

আপনারা এই কোর্স এর মাধ্যমে সহজেই কুরআন শিখতে পারবেন,

ইনশাআল্লাহ

তাহলে আজকে ক্লাস শুরু করা যাক

 

আজকে আমরা 29 টি 30 টি আরবী হরফের সাথে যবর ব্যবহার করে তার সকল নিয়ম Petitesকরা লিখবো ইনশাআল্লাহ

 

প্রথমে আমরা আরবী হরফের সাথে যবর ব্যবহার একবার দেখে নিন

 

 

 

 

 

 

(আরবী হরফ )

اَ بَ تَ ثَ جَ حَ خَ دَ ذَ رَ زَ سَ شَ صَ ضَ طَ ظَ عَ

غَ فَ قَ كَ لَ مَ نَ وَ هَ ءَ ىَ

 

 

 

আরবী হরফে সাথে যবর ব্যবহার করে তার উচ্চারণ টি একবার করে পড়ে নিন

 

اَ بَ تَ ثَ جَ حَ خَ دَ ذَ رَ زَ سَ شَ صَ ضَ طَ ظَ عَ

غَ فَ قَ كَ لَ مَ نَ وَ هَ ءَ ىَ

 

যবর সঠিক উচ্চারণ,

সাধারণত সঠিক উচ্চারণ হয় ,

(-) মত -) 

যেমন - اَ بَ تَ ثَ جَ حَ

আসা করি বোঝাতে পেরেছি,

 

(কিন্তু আরবী হরফের মাঝে কয়েক`টা অক্ষর রয়েছে , মে অক্ষর গুলোর সাথে যবর ব্যবহার করলেও খবরের উচ্চারণ হয় না )

 

সেই অক্ষর গুলো কোন গুলো- ?

رَ صَ ضَ طَ ظَ عَ غَ فَ

উপরে যে অক্ষর গুলো দেখলে এইগুলো হলো সে- অক্ষর গুলো যে অক্ষর গুলো-তে যবর ব্যবহার করার পর যবরের উচ্চারণ হয়- না /

এই কথা গুলো মনে রাখবেন

(এখন আমরা আরবী হরফের সাথে যবর ব্যবহার করে Arabic word তৈরি করবো )

ইনশাআল্লাহ

(তাহলে চলুন শুরু করি!)

প্রথমে আমরা আরবী হরফ তিনটা লেখি

যেমন- ا د ن

 

তিনটি অক্ষরের সাথে যদি যবর ব্যবহার করি

তাহলে হবে এই রকম}

اَدَنَ

 

তিনটি অক্ষর - কে একসাথে যুক্ত করে দেয়

اَدَنَ

نَاَدَ

اَنَدَ

نَدَاَ ،دَاَنَ

اَبَدَ،

اَقَذَ، اَفَدَ، ،

صَدَقَ  ،عَفَقَ  ،بَبَ ،نَنَ ،فَسَدَ ،قَلَدَ ،اَفَجَ  ،جَاَنَ،

غَفَرَ،  فَىَ،   بَرَذَ، لَمَدَ،  اَخَزَ، جَمَنَ،  ثَمَعَ، لَبَتَ، سَمَنَ، وَجَدَ،  عَلَدَ، طَفَعَ،  جَحَدَ، تَفَلَ،  نَمَنَ، عَطَسَ، اَضَلَ، نَصَلَ، تَفَعَ،

 

এইভাবে আমরা আরবী হরফের সাথে যবর ব্যবহার করে শব্দ তৈরি করতে থাকবো !

 

আজকে এই পর্যন্তই সবাই ভাল থাকবেন 🤝

 

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওবারাকাতুহু